পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত | West Bengal Population in Bangla

পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত : পূর্ব ভারতের অতি জনবহুল রাজ্যগুলির মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ভারতের 14তম বৃহত্তম রাজ্য কিন্তু জনসংখ্যায় চতুর্থ বৃহত্তম রাজ্য। 2011 সালের আদমশুমারি অনুযায়ী , পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 91,276,115 জন যার মধ্যে 46,809,027 জন পুরুষ এবং 44,467,088 জন মহিলা। 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 80,176,197 জন যার মধ্যে পুরুষ 41,465,985 জন এবং স্ত্রী 38,70,212 জন। 2011 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা , ভারতের মোট জনসংখ্যার 7.54 শতাংশ।

2001 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গে প্রতি 1000 পুরুষে মহিলাদের লিঙ্গ অনুপাত ছিল 934 জন। 2011 সালের সর্বশেষ জনগণনা অনুসারে এই লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা 950 জন। সর্বশেষ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 76.26 শতাংশ। তারমধ্যে পুরুষ সাক্ষরতার হার 81.69 শতাংশ এবং মহিলা সাক্ষরতার হার 70.54 শতাংশ।

Table of Contents about West Bengal population

পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত ?

পশ্চিমবঙ্গে সর্বশেষ জনগণনা বা আদমশুমারি হয়েছিল 2011 সালে এবং 2011 সালে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল প্রায় 9.13 কোটি। যেহেতু 2011 সালের পর পশ্চিমবঙ্গে কোনো জনগণনা হয়নি , সেহেতু 2021 , 2022, 2023 এবং 2024 সালের লোকসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হারের উপরে নির্ভর করে অনুমান করা হয়। 2021 সালে আনুমানিক পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10.2 কোটি , 2022 সালের পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুমানিক 10.33 কোটি এবং 2023 সালে এই জনসংখ্যা প্রায় 10.44 কোটি।

জেলা ভিত্তিক পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ?

2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারত সরকারের দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 91,276,115 জন। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে 1028 জন। পশ্চিমবঙ্গ রাজ্য 88,752 বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে 23 টি জেলা রয়েছে। আজকে আমরা এই টিউটোরিয়ালে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক জনসংখ্যা কত, জনসংখ্যা বৃদ্ধির হার, লিঙ্গ অনুপাত, সাক্ষরতার হার এবং জনঘনত্ব ইত্যাদি বিষয় একটা তালিকার মাধ্যমে জানার চেষ্টা করবো। নিম্নে জেলাভিত্তিক পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত, জনসংখ্যা বৃদ্ধির হার, লিঙ্গ অনুপাত, সাক্ষরতার হার এবং জনঘনত্ব তালিকা তুলে ধরা হল –

জেলাজনসংখ্যাবৃদ্ধির হারলিঙ্গানুপাতসাক্ষরতার হারজনঘনত্ব
উত্তর 24 পরগনা10,009,78112.0895584.062445
দক্ষিণ 24 পরগনা8,161,96118.1795677.51819
মুর্শিদাবাদ7,102,83021.0995866.591334
পশ্চিম মেদিনীপুর5,913,45713.8696079.04631
হুগলি5,519,1459.4696181.801753
নদীয়া5,167,60012.2294774.971316
পূর্ব মেদিনীপুর5,095,87515.3693887.021081
হাওড়া4,850,02913.5093983.313306
কলকাতা4,496,694-1.6790886.3124306
মালদা3,988,84521.2294461.731069
জলপাইগুড়ি3,872,84613.8795373.25622
আলিপুরদুয়ার1,700,000400
বাঁকুড়া3,596,29212.6495470.95523
বীরভূম3,502,40416.1595670.68771
উত্তর দিনাজপুর3,007,13423.1593959.07958
পুরুলিয়া2,930,11515.5295764.48468
কোচবিহার2,819,08613.7194274.78832
দার্জিলিং1,846,82314.7797079.56586
দক্ষিণ দিনাজপুর1,676,27611.5295672.82755
কালিম্পং202,239270
ঝাড়গ্রাম1,137,163374
পূর্ব বর্ধমান4,835,43294574.73890
পশ্চিম বর্ধমান2,882,03192278.751800
জেলা ভিত্তিক পশ্চিমবঙ্গের জনসংখ্যা তালিকা :

উত্তর 24 পরগনা জেলার জনসংখ্যা

  • উত্তর 24 পরগনা জেলার মোট জনসংখ্যা 10,009,781 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 12.08 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 955 জন।
  • উত্তর 24 পরগনা জেলার সাক্ষরতার হার 84.06 শতাংশ।
  • উত্তর 24 পরগনা জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 2445 জন।

দক্ষিণ 24 পরগনা জেলার জনসংখ্যা

  • দক্ষিণ 24 পরগনা জেলার মোট জনসংখ্যা 8,161,961 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 18.17 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 956 জন।
  • দক্ষিণ 24 পরগনা জেলার সাক্ষরতার হার 77.51 শতাংশ।
  • দক্ষিণ 24 পরগনা জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 819 জন।

মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা

  • মুর্শিদাবাদ জেলার মোট জনসংখ্যা 7,102,830 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 21.09 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 958 জন।
  • মুর্শিদাবাদ জেলার সাক্ষরতার হার 66.59 শতাংশ।
  • মুর্শিদাবাদ জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1334 জন।

পশ্চিম মেদিনীপুর জেলার জনসংখ্যা

  • পশ্চিম মেদিনীপুর জেলার মোট জনসংখ্যা 5,913,457 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 13.86 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 960 জন।
  • পশ্চিম মেদিনীপুর জেলার সাক্ষরতার হার 79.04 শতাংশ।
  • পশ্চিম মেদিনীপুর জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 631 জন।

হুগলি জেলার জনসংখ্যা

  • হুগলি জেলার মোট জনসংখ্যা 5,519,145 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 9.46 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 961 জন।
  • হুগলি জেলার সাক্ষরতার হার 81.80 শতাংশ।
  • হুগলি জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1753 জন।

নদীয়া জেলার জনসংখ্যা

  • নদীয়া জেলার মোট জনসংখ্যা 5,167,600 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 12.22 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 947 জন।
  • নদীয়া জেলার সাক্ষরতার হার 74.97 শতাংশ।
  • নদীয়া জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1316 জন।

পূর্ব মেদিনীপুর জেলার জনসংখ্যা

  • পূর্ব মেদিনীপুর জেলার মোট জনসংখ্যা 5,095,875 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 15.36 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 938 জন।
  • পূর্ব মেদিনীপুর জেলার সাক্ষরতার হার 87.02 শতাংশ।
  • পূর্ব মেদিনীপুর জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1081 জন।

হাওড়া জেলার জনসংখ্যা

  • হাওড়া জেলার মোট জনসংখ্যা 4,850,029 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 13.50 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 939 জন।
  • হাওড়া জেলার সাক্ষরতার হার 83.31 শতাংশ।
  • হাওড়া জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3309 জন।

কলকাতা জেলার জনসংখ্যা

  • কলকাতা জেলার মোট জনসংখ্যা 4,496,694 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার -1.67 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 908 জন।
  • কলকাতা জেলার সাক্ষরতার হার 86.31 শতাংশ।
  • কলকাতা জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 24306 জন।

মালদা জেলার জনসংখ্যা

  • মালদা জেলার মোট জনসংখ্যা 3,988,845 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 21.22 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 944 জন।
  • মালদা জেলার সাক্ষরতার হার 61.73 শতাংশ।
  • মালদা জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1069 জন।

জলপাইগুড়ি জেলার জনসংখ্যা

  • জলপাইগুড়ি জেলার মোট জনসংখ্যা 3,872,846 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 13.87 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 953 জন।
  • জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার 73.25 শতাংশ।
  • জলপাইগুড়ি জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 622 জন।

আলিপুরদুয়ার জেলার জনসংখ্যা

  • আলিপুরদুয়ার জেলার মোট জনসংখ্যা 1,700,000 জন।
  • আলিপুরদুয়ার জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 22 জন।

বাঁকুড়া জেলার জনসংখ্যা

  • বাঁকুড়া জেলার মোট জনসংখ্যা 3,596,292 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 12.64 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 954 জন।
  • বাঁকুড়া জেলার সাক্ষরতার হার 70.95 শতাংশ।
  • বাঁকুড়া জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 523 জন।

বীরভূম জেলার জনসংখ্যা

  • বীরভূম জেলার মোট জনসংখ্যা 3,502,404 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 16.15 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 956 জন।
  • বীরভূম জেলার সাক্ষরতার হার 70.68 শতাংশ।
  • বীরভূম জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 771 জন।

উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা

  • উত্তর দিনাজপুর জেলার মোট জনসংখ্যা 3,007,134 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 23.15 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 939 জন।
  • উত্তর দিনাজপুর জেলার সাক্ষরতার হার 59.07 শতাংশ।
  • উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 958 জন।

পুরুলিয়া জেলার জনসংখ্যা

  • পুরুলিয়া জেলার মোট জনসংখ্যা 2,930,115 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 15.52 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 957 জন।
  • পুরুলিয়া জেলার সাক্ষরতার হার 64.48 শতাংশ।
  • পুরুলিয়া জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 468 জন।

কোচবিহার জেলার জনসংখ্যা

  • কোচবিহার জেলার মোট জনসংখ্যা 2,819,086 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 13.71 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 942 জন।
  • কোচবিহার জেলার সাক্ষরতার হার 74.78 শতাংশ।
  • কোচবিহার জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 832 জন।

দার্জিলিং জেলার জনসংখ্যা

  • দার্জিলিং জেলার মোট জনসংখ্যা 1,846,823 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 14.77 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 970 জন।
  • দার্জিলিং জেলার সাক্ষরতার হার 79.56 শতাংশ।
  • দার্জিলিং জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 586 জন।

দক্ষিণ দিনাজপুর জেলার জনসংখ্যা

  • দক্ষিণ দিনাজপুর জেলার মোট জনসংখ্যা 1,676,276 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 11.52 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 956 জন।
  • দক্ষিণ দিনাজপুর জেলার সাক্ষরতার হার 72.82 শতাংশ।
  • দক্ষিণ দিনাজপুর জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 755 জন।

কালিম্পং জেলার জনসংখ্যা

কালিম্পং জেলার মোট জনসংখ্যা 202,239 জন।

ঝাড়গ্রাম জেলার জনসংখ্যা

ঝাড়গ্রাম জেলার মোট জনসংখ্যা 1,137,163 জন।

পূর্ব বর্ধমান জেলার জনসংখ্যা

  • পূর্ব বর্ধমান জেলার মোট জনসংখ্যা 4,835,432 জন।
  • এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 11.52 শতাংশ।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 945 জন।
  • পূর্ব বর্ধমান জেলার সাক্ষরতার হার 74.73 শতাংশ।
  • পূর্ব বর্ধমান জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 890 জন।

পশ্চিম বর্ধমান জেলার জনসংখ্যা

  • পশ্চিম বর্ধমান জেলার মোট জনসংখ্যা 2,882,031 জন।
  • এই জেলার লিঙ্গ অনুপাত প্রতি 1000 হাজারে 922 জন।
  • পশ্চিম বর্ধমান জেলার সাক্ষরতার হার 78.75 শতাংশ।
  • পশ্চিম বর্ধমান জেলার জনসংখ্যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1800 জন।

পশ্চিমবঙ্গের জন্যসংখ্যা কত 2023

2011 সালের শেষ আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 9.13 কোটি। 2011 সালের পর ভারতে আর কোন আদমশুমারি হয়নি। তাই যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গের জন্যসংখ্যা কত 2023 সালে , তবে এর উত্তর পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হরে উপরে নির্ভর করে বলা হয়ে থাকে। 2023 সালে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 10.44 কোটি।

পশ্চিমবঙ্গের জন্যসংখ্যা কত 2024

2011 সালের শেষ আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 9.13 কোটি। 2011 সালের পর ভারতে আর কোন আদমশুমারি হয়নি। তাই যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গের জন্যসংখ্যা কত 2024 সালে , তবে এর উত্তর পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হরে উপরে নির্ভর করে বলা হয়ে থাকে। 2024 সালে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 10.55 কোটি।

পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত ?

2001 সালের জনগণনা অনুসারে , পশ্চিমবঙ্গে প্রতি 1000 পুরুষে মহিলাদের লিঙ্গ অনুপাত 934 জন ছিল। কিন্তু 2011 সালের শেষ আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের প্রতি 1000 পুরুষে মহিলাদের লিঙ্গ অনুপাত প্রায় 950 জন।

পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?

2001 সালের তুলনায় পশ্চিমবঙ্গে সাক্ষরতার হারে বৃদ্ধি দেখা দিয়েছে। 2011 সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 76.26 শতাংশ। পশ্চিমবঙ্গে পুরুষের সাক্ষরতার হার 81.69 শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার প্রায় 70.54 শতাংশ।

পশ্চিমবঙ্গের ধর্মভিত্তিক জনসংখ্যা

পশ্চিমবঙ্গে হিন্দু , মুসলিম , খ্রিস্টান , বৌদ্ধ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে থাকেন। পশ্চিমবঙ্গে প্রতিটি ধর্মের জনসংখ্যা আলাদা আলাদা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি এবং দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম জনসংখ্যা। ২০১১ সালের জনগণনা অনুসারে, পশ্চিমবঙ্গের হিন্দু জনসংখ্যা, মোট জনসংখ্যার প্রায় ৭০.৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় ২৭.০১ শতাংশ , খ্রিস্টান জনসংখ্যা প্রায় ০.৭২ শতাংশ , বৌদ্ধ ধর্মের জনসংখ্যা প্রায় ০.৩১ শতাংশ। নিম্নে পশ্চিমবঙ্গের ধর্ম ভিত্তিক জনসংখ্যার তালিকা দেওয়া হল –

ধর্মজনসংখ্যার %
হিন্দু70.5 %
ইসলাম (মুসলিম)27.01 %
খ্রিস্টান0.72 %
অন্যান্য1.03 %

Important Questions and Answers on Population of West Bengal

প্রশ্ন 1. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম ?

      উত্তর: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার জনসংখ্যা সবচেয়ে কম।

      প্রশ্ন 2. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি ?

      উত্তর: পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগণা জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি।

      প্রশ্ন 3. পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম ?

      উত্তর: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় জনঘনত্ব সবচেয়ে কম।

      প্রশ্ন 4. পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি ?

      উত্তর: পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর।

      প্রশ্ন 5. পশ্চিমবঙ্গের কোন জেলার লিঙ্গ অনুপাত সবচেয়ে কম ?

      উত্তর: পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। কলকাতা জেলায় প্রতি 1000 পুরুষে মহিলাদের লিঙ্গানুপাত 908 জন।

      প্রশ্ন 6. পশ্চিমবঙ্গের কোন জেলার লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ?

      উত্তর: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক। দার্জিলিং জেলায় প্রতি 1000 পুরুষে মহিলাদের লিঙ্গানুপাত 970 জন।

      প্রশ্ন 7. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক ?

      উত্তর: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সর্বাধিক। 2011 সালের জনগণনা অনুসারে, পূর্বমেদিনীপুর জেলার সাক্ষরতার হার 87.02 শতাংশ।

      প্রশ্ন 8. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বনিম্ন ?

      উত্তর: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম। 2011 সালের জনগণনা অনুসারে, উত্তর দিনাজপুর জেলার সাক্ষরতার হার 59.07 শতাংশ।

      প্রশ্ন 9. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ?

      উত্তর: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। 2011 সালের জনগণনা অনুসারে, উত্তরদিনাজপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার 23.15 শতাংশ।

      প্রশ্ন 10. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন ?

      উত্তর: পশ্চিমবঙ্গের কলকাতা জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। 2011 সালের জনগণনা অনুসারে, কলকাতা জেলার জনসংখ্যা বৃদ্ধির হার -1.67 শতাংশ।

      প্রশ্ন 11. পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করেন ?

      উত্তর: পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন লোক বাস করেন

      প্রশ্ন 12. পশ্চিমবঙ্গে জনসংখ্যার কত ?

      উত্তর: 2011 সালের আদমশুমারি অনুসারে, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 9 কোটি 13 লক্ষ।

      Also Reads :

      Leave a Comment