পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম: পূর্ব ভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতের সংবিধানের নিয়ম অনুসারে , পশ্চিমবঙ্গের রাজ্যপাল , পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান এবং তিনি রাজ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করেন। রাষ্ট্রপতি রাজ্যপালকে 5 বছরের জন্য রাজ্যের প্রতিনিধি হিসাবে নিয়োগ করে থাকেন। রাজ্যপাল সরকারি বাসভবন রাজভবনে বসবাস করেন।
ভারতের স্বাধীনতার পর 15 আগস্ট 1947 থেকে 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 30 জন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। তার মধ্যে 22 জন কে স্থায়ী পদে, 3 জন এবং 4 জন কে অতিরিক্ত দায়িত্বে অস্থায়ী পদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজাগোপালচারী এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সি. ভি. আনন্দ বোস। এছারাও পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম পদ্মজা নাইডু।
আজকের আর্টিকেলে আমরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা 1947-2024, রাজ্যপালের নাম , তাদের কাজের সময়কাল ইত্যাদি বিষয়গুলি বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো।
Table of Contents
পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা ।। West Bengal Governors List 1947 – 2024
পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি ?
যেকোনো রাজ্যের রাজ্যপাল রাজ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করেন। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য। 1947 থেকে 2024 পর্যন্ত মোট 22 জন স্থায়ী পদে, 3 জন এবং 4 জন কে অতিরিক্ত দায়িত্বে অস্থায়ী পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন।
পশ্চিমবঙ্গের 22 জন স্থায়ী রাজ্যপালের নাম – চক্রবর্তী রাজাগোপালচারী, কৈলাস নাথ কাটজু , হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, পদ্মজা নাইডু , ধর্মবীর , শান্তিস্বরূপ ধাওয়ান , আন্টনি ল্যান্সলট ডায়াস , ত্রিভুবন নারায়ণ সিংহ , ভৈরব দত্ত পান্ডে ,অনন্ত প্রসাদ শর্মা , উমাশংকর দীক্ষিত , সৈয়দ নুরুল হাসান , টি. ভি. রাজেশ্বর , কে. ভি. রঘুনাথ রেড্ডি, আখলাকুর রহমান কিদোয়াই , শ্যামল কুমার সেন , বীরেন জে. শাহ , গোপালকৃষ্ণ গান্ধী , এম.কে. নারায়ণন , কেশরী নাথ ত্রিপাঠী , জগদীপ ধনখড় এবং সি.ভি. আনন্দ বোস।
পশ্চিমবঙ্গের 3 জন অস্থায়ী রাজ্যপালের নাম – ফণীভূষণ চক্রবর্তী , দীপনারায়ণ সিনহা , সতীশ চন্দ্র।
পশ্চিমবঙ্গের 4 জন অতিরিক্ত দায়িত্বে পালনকারী রাজ্যপালের নাম – বি. সত্যনারায়ণ রেড্ডি , দেবানন্দ কোঁয়ার , ডি ওয়াই পাতিল এবং লা. গণেশন।
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপালের নামের তালিকা 1947 থেকে 2024 :
ক্রমিক সংখ্যা | রাজ্যপালের নাম | পদ গ্রহণ | পদ ত্যাগ |
1. | চক্রবর্তী রাজাগোপালচারী | 15 আগস্ট 1947 | 21 জুন 1948 |
2. | কৈলাস নাথ কাটজু | 5 আগস্ট 1947 | 21 জুন 1948 |
3. | হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় | 21 জুন 1951 | 01 নভেম্বর 1951 |
ফণীভূষণ চক্রবর্তী (অস্থায়ী) | 8 আগস্ট 1956 | 03 নভেম্বর 1956 | |
4. | পদ্মজা নাইডু | 3 নভেম্বর 1956 | 1 জুন 1967 |
5. | ধর্মবীর | 1 জুন 1967 | 1 এপ্রিল 1969 |
দীপনারায়ণ সিনহা (অস্থায়ী) | 1 এপ্রিল 1969 | 19 সেপ্টেম্বর 1969 | |
6. | শান্তিস্বরূপ ধাওয়ান | 19 সেপ্টেম্বর 1969 | 21 আগস্ট 1971 |
7. | আন্টনি ল্যান্সলট ডায়াস | 21 আগস্ট 1971 | 6 নভেম্বর 1979 |
8. | ত্রিভুবন নারায়ণ সিংহ | 6 নভেম্বর 1979 | 12 সেপ্টেম্বর 1981 |
9. | ভৈরব দত্ত পান্ডে | 12 সেপ্টেম্বর 1981 | 10 অক্টোবর 1983 |
10. | অনন্ত প্রসাদ শর্মা | 10 অক্টোবর 1983 | 16 আগস্ট 1984 |
সতীশ চন্দ্র (অস্থায়ী) | 16 আগস্ট 1984 | 1 অক্টোবর 1984 | |
11. | উমাশংকর দীক্ষিত | 1 অক্টোবর 1984 | 12 আগস্ট 1986 |
12. | সৈয়দ নুরুল হাসান | 12 আগস্ট 1986 | 20 মার্চ 1989 |
13 | টি. ভি. রাজেশ্বর | 20 মার্চ 1989 | 7 ফেব্রুয়ারি 1990 |
(12.) | সৈয়দ নুরুল হাসান | 7 ফেব্রুয়ারি 1990 | 12 জুলাই 1993 |
বি. সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দায়িত্বে) | 13 জুলাই 1993 | 14 আগস্ট 1993 | |
14. | কে. ভি. রঘুনাথ রেড্ডি | 14 আগস্ট 1993 | 27 এপ্রিল 1998 |
15. | আখলাকুর রহমান কিদোয়াই | 27 এপ্রিল 1998 | 18 মে 1999 |
16. | শ্যামল কুমার সেন | 18 মে 1999 | 4 ডিসেম্বর 1999 |
17. | বীরেন জে. শাহ | 4 ডিসেম্বর 1999 | 14 ডিসেম্বর 2004 |
18. | গোপালকৃষ্ণ গান্ধী | 14 ডিসেম্বর 2004 | 14 ডিসেম্বর 2009 |
দেবানন্দ কোঁয়ার (অতিরিক্ত দায়িত্বে) | 14 ডিসেম্বর 2009 | 23 জানুয়ারী 2010 | |
19. | এম.কে. নারায়ণন | 24 জানুয়ারী 2010 | 30 জুন 2014 |
ডি ওয়াই পাতিল (অতিরিক্ত দায়িত্বে) | 3 জুলাই 2014 | 17 জুলাই 2014 | |
20. | কেশরী নাথ ত্রিপাঠী | 24 জুলাই 2014 | 29 জুলাই 2019 |
21. | জগদীপ ধনখড় | 30 জুলাই 2019 | 17 জুলাই 2022 |
লা. গণেশন (অতিরিক্ত দায়িত্বে) | 18 জুলাই 2022 | 22 নভেম্বর 2022 | |
22. | সি.ভি. আনন্দ বোস | 23 নভেম্বর 2022 | বর্তমানে ভারপ্রাপ্ত |
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজাগোপালচারী। চক্রবর্তী রাজাগোপালচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে ভারতীয় ইতিহাসে সম্মানিত স্থান অধিকার করেছেন। তিনি সাধারণ মানুষের কাছে “রাজাজি ‘ নামেই পরিচিত।
তিনি ১০ ডিসেম্বর ১৮৭৮ সালে ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির থোরাপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী , স্বাধীনতা সংগ্রামী , রাজনীতিবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা।
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছাড়াও তিনি ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে 15 আগস্ট 1947 সালে শপথ করেন এবং 21 জুন 1948 সালে রাজ্যপালের পদ থেকে পদ ত্যাগ করেন। দেশের প্রতি অপরিসীম অবদানের জন্য তাকে ভারতের সর্বোচ বেসামরিক পদক ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি ২৫ ডিসেম্বর ১৯৭২ সালে মৃতুবরণ করেন।
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম পদ্মজা নায়ডু। 1900 সালে পদ্মজা নাইডু হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোবিন্দরাজুলু নায়ডু এবং তার মা ছিলেন বাংলার স্বনামধন্য কবি ও ভারতীয় মুক্তিযোদ্ধা সরোজিনী নায়ডু।
তিনি হায়দ্রাবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। 1942 সালে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশ গ্রহণের জন্য জেলে গিয়েছিলেন এবং 1950 সালে ভারতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন।
1956 সালের 03 নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন এবং 01 জুন 1967 পর্যন্ত পদ্মজা নায়ডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে অধিষ্ঠিত ছিলেন।তিনি পশ্চিমবঙ্গের 4 তম রাজ্যপাল। 1975 সালের 02 মে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি ?
পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সি. ভি. আনন্দ বোস। আনন্দ বোস 1977 ব্যাচের আইএস কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গের 22 তম রাজ্যপাল। তিনি 02 জানুয়ারি 1951 সালে কেরলের কোট্রায়মে জন্মগ্রহণ করেন।
তিনি প্রায় 40টি বইয়ের রচয়িতা এবং 29টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি শিক্ষাজীবনে 15টি স্বর্ণপদক সহ 100 টির বেশি পদক লাভ করেছেন। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে অধিষ্ঠিত আছেন।
আশাকরি , পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামেরে তালিকা 1947 – 2024 আর্টিকেল টি পড়ার শেষে , পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি , পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি , এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ইত্যাদি প্রশ্নগুলির উত্তর খুব সহজে দিতে পারবে।
Also Reads :