পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি ।। West Bengal Governors List 1947 – 2024

পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম: পূর্ব ভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতের সংবিধানের নিয়ম অনুসারে , পশ্চিমবঙ্গের রাজ্যপাল , পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান এবং তিনি রাজ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করেন। রাষ্ট্রপতি রাজ্যপালকে 5 বছরের জন্য রাজ্যের প্রতিনিধি হিসাবে নিয়োগ করে থাকেন। রাজ্যপাল সরকারি বাসভবন রাজভবনে বসবাস করেন।

ভারতের স্বাধীনতার পর 15 আগস্ট 1947 থেকে 2024 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 30 জন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। তার মধ্যে 22 জন কে স্থায়ী পদে, 3 জন এবং 4 জন কে অতিরিক্ত দায়িত্বে অস্থায়ী পদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজাগোপালচারী এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সি. ভি. আনন্দ বোস। এছারাও পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম পদ্মজা নাইডু।

আজকের আর্টিকেলে আমরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা 1947-2024, রাজ্যপালের নাম , তাদের কাজের সময়কাল ইত্যাদি বিষয়গুলি বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো।

পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা ।। West Bengal Governors List 1947 – 2024

পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি ?

যেকোনো রাজ্যের রাজ্যপাল রাজ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করেন। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য। 1947 থেকে 2024 পর্যন্ত মোট 22 জন স্থায়ী পদে, 3 জন এবং 4 জন কে অতিরিক্ত দায়িত্বে অস্থায়ী পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন।

পশ্চিমবঙ্গের 22 জন স্থায়ী রাজ্যপালের নাম – চক্রবর্তী রাজাগোপালচারী, কৈলাস নাথ কাটজু , হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, পদ্মজা নাইডু , ধর্মবীর , শান্তিস্বরূপ ধাওয়ান , আন্টনি ল্যান্সলট ডায়াস , ত্রিভুবন নারায়ণ সিংহ , ভৈরব দত্ত পান্ডে ,অনন্ত প্রসাদ শর্মা , উমাশংকর দীক্ষিত , সৈয়দ নুরুল হাসান , টি. ভি. রাজেশ্বর , কে. ভি. রঘুনাথ রেড্ডি, আখলাকুর রহমান কিদোয়াই , শ্যামল কুমার সেন , বীরেন জে. শাহ , গোপালকৃষ্ণ গান্ধী , এম.কে. নারায়ণন , কেশরী নাথ ত্রিপাঠী , জগদীপ ধনখড় এবং সি.ভি. আনন্দ বোস।

পশ্চিমবঙ্গের 3 জন অস্থায়ী রাজ্যপালের নাম – ফণীভূষণ চক্রবর্তী , দীপনারায়ণ সিনহা , সতীশ চন্দ্র।

পশ্চিমবঙ্গের 4 জন অতিরিক্ত দায়িত্বে পালনকারী রাজ্যপালের নাম – বি. সত্যনারায়ণ রেড্ডি , দেবানন্দ কোঁয়ার , ডি ওয়াই পাতিল এবং লা. গণেশন।

পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপালের নামের তালিকা 1947 থেকে 2024 :

ক্রমিক সংখ্যারাজ্যপালের নামপদ গ্রহণপদ ত্যাগ
1.চক্রবর্তী রাজাগোপালচারী15 আগস্ট 194721 জুন 1948
2.কৈলাস নাথ কাটজু5 আগস্ট 194721 জুন 1948
3.হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়21 জুন 195101 নভেম্বর 1951
ফণীভূষণ চক্রবর্তী (অস্থায়ী)8 আগস্ট 195603 নভেম্বর 1956
4.পদ্মজা নাইডু3 নভেম্বর 19561 জুন 1967
5. ধর্মবীর1 জুন 19671 এপ্রিল 1969
দীপনারায়ণ সিনহা (অস্থায়ী)1 এপ্রিল 196919 সেপ্টেম্বর 1969
6.শান্তিস্বরূপ ধাওয়ান19 সেপ্টেম্বর 196921 আগস্ট 1971
7.আন্টনি ল্যান্সলট ডায়াস21 আগস্ট 19716 নভেম্বর 1979
8.ত্রিভুবন নারায়ণ সিংহ 6 নভেম্বর 197912 সেপ্টেম্বর 1981
9.ভৈরব দত্ত পান্ডে12 সেপ্টেম্বর 198110 অক্টোবর 1983
10.অনন্ত প্রসাদ শর্মা10 অক্টোবর 198316 আগস্ট 1984
সতীশ চন্দ্র (অস্থায়ী)16 আগস্ট 19841 অক্টোবর 1984
11.উমাশংকর দীক্ষিত1 অক্টোবর 198412 আগস্ট 1986
12.সৈয়দ নুরুল হাসান12 আগস্ট 198620 মার্চ 1989
13টি. ভি. রাজেশ্বর20 মার্চ 19897 ফেব্রুয়ারি 1990
(12.)সৈয়দ নুরুল হাসান7 ফেব্রুয়ারি 199012 জুলাই 1993
বি. সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দায়িত্বে)13 জুলাই 199314 আগস্ট 1993
14.কে. ভি. রঘুনাথ রেড্ডি14 আগস্ট 199327 এপ্রিল 1998
15.আখলাকুর রহমান কিদোয়াই27 এপ্রিল 199818 মে 1999
16.শ্যামল কুমার সেন18 মে 19994 ডিসেম্বর 1999
17.বীরেন জে. শাহ4 ডিসেম্বর 199914 ডিসেম্বর 2004
18.গোপালকৃষ্ণ গান্ধী14 ডিসেম্বর 200414 ডিসেম্বর 2009
দেবানন্দ কোঁয়ার (অতিরিক্ত দায়িত্বে)14 ডিসেম্বর 200923 জানুয়ারী 2010
19.এম.কে. নারায়ণন24 জানুয়ারী 201030 জুন 2014
ডি ওয়াই পাতিল (অতিরিক্ত দায়িত্বে)3 জুলাই 201417 জুলাই 2014
20.কেশরী নাথ ত্রিপাঠী24 জুলাই 201429 জুলাই 2019
21.জগদীপ ধনখড়30 জুলাই 201917 জুলাই 2022
লা. গণেশন (অতিরিক্ত দায়িত্বে)18 জুলাই 202222 নভেম্বর 2022
22.সি.ভি. আনন্দ বোস23 নভেম্বর 2022বর্তমানে ভারপ্রাপ্ত
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপালের নামের তালিকা 1947 থেকে 2024

পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?

পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজাগোপালচারী। চক্রবর্তী রাজাগোপালচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে ভারতীয় ইতিহাসে সম্মানিত স্থান অধিকার করেছেন। তিনি সাধারণ মানুষের কাছে “রাজাজি ‘ নামেই পরিচিত।

তিনি ১০ ডিসেম্বর ১৮৭৮ সালে ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির থোরাপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আইনজীবী , স্বাধীনতা সংগ্রামী , রাজনীতিবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা।

পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছাড়াও তিনি ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে 15 আগস্ট 1947 সালে শপথ করেন এবং 21 জুন 1948 সালে রাজ্যপালের পদ থেকে পদ ত্যাগ করেন। দেশের প্রতি অপরিসীম অবদানের জন্য তাকে ভারতের সর্বোচ বেসামরিক পদক ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি ২৫ ডিসেম্বর ১৯৭২ সালে মৃতুবরণ করেন।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম পদ্মজা নায়ডু। 1900 সালে পদ্মজা নাইডু হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোবিন্দরাজুলু নায়ডু এবং তার মা ছিলেন বাংলার স্বনামধন্য কবি ও ভারতীয় মুক্তিযোদ্ধা সরোজিনী নায়ডু।

তিনি হায়দ্রাবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। 1942 সালে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশ গ্রহণের জন্য জেলে গিয়েছিলেন এবং 1950 সালে ভারতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন।

1956 সালের 03 নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন এবং 01 জুন 1967 পর্যন্ত পদ্মজা নায়ডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে অধিষ্ঠিত ছিলেন।তিনি পশ্চিমবঙ্গের 4 তম রাজ্যপাল। 1975 সালের 02 মে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি ?

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সি. ভি. আনন্দ বোস। আনন্দ বোস 1977 ব্যাচের আইএস কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গের 22 তম রাজ্যপাল। তিনি 02 জানুয়ারি 1951 সালে কেরলের কোট্রায়মে জন্মগ্রহণ করেন।

তিনি প্রায় 40টি বইয়ের রচয়িতা এবং 29টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি শিক্ষাজীবনে 15টি স্বর্ণপদক সহ 100 টির বেশি পদক লাভ করেছেন। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে অধিষ্ঠিত আছেন।

আশাকরি , পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামেরে তালিকা 1947 – 2024 আর্টিকেল টি পড়ার শেষে , পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি , পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি , এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ইত্যাদি প্রশ্নগুলির উত্তর খুব সহজে দিতে পারবে।

Also Reads :

Leave a Comment