পশ্চিমবঙ্গের জেলার তালিকা : পশ্চিমবঙ্গ দেশের পূর্বদিকে অবস্থিত জনসংখ্যায় ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য। এই রাজ্যের প্রশাসনিক কাজের সুবিধার জন্য ৫ টি বিভাগ এবং ২৩ টি জেলায় বিভক্ত করা হয়েছে।
আজকের আর্টিকেলে আমরা পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম এবং তার সদর শহরের নামের তালিকা, নতুন গঠিত জেলা এবং প্রশাসনিক বিভাগ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো।
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের সময় বাংলা প্রদেশটি ধর্মের ভিত্তিতে দ্বিবিভক্ত হয়। এই সময় ব্রিটিশ বাংলা প্রদেশের ১৪ টি জেলা নিয়ে গঠিত হয় পশ্চিমবাংলা।
সেই সময় কোচবিহার একটি দেশীয় রাজ্য ছিল। ১৯৪৯ সালে কোচবিহার সরকারি ভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। এবং ১৯৫০ সালে কোচবিহার একটি জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়।
১৯৫৪ সালে চন্দননগর হুগলি জেলার সঙ্গে যুক্ত হয়। ১৯৫৬ সালে সালের রাজ্য পুনঃগঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে রাজ্যের সীমানা ঠিক করা হয়। এই আইনের জন্য বিহারের কিছু অংশ দিনাজপুর জেলার সঙ্গে এবং মানভূম জেলার পুরুলিয়া মহকুমা পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে যুক্ত হয়।
পরবর্তীকালে প্রশাসনিক কাজের সুবিধার জন্য বড়ো বড়ো জেলাগুলিকে দ্বিখন্ডিত করে ছোটো ছোটো জেলায় পরিণত করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ২৩ টি জেলা রয়েছে।
Table of Contents
পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি || পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম ও সদর শহর
পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি ?
পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩ টি জেলা ও ৫ টি বিভাগ রয়েছে। নিম্নে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম তুলে ধরা হল –
আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম
পশ্চিমবঙ্গের বর্তমান জেলাগুলির নামের তালিকা
পশ্চিমবঙ্গের বর্তমান জেলাগুলির নামের তালিকা নিম্নে তুলে ধরা হল –
ক্রমিক সংখ্যা | জেলার নাম | সদর শহর |
1 | আলিপুরদুয়ার | আলিপুরদুয়ার |
2 | কালিম্পং | কালিম্পং |
3 | কোচবিহার | কোচবিহার |
4 | জলপাইগুড়ি | জলপাইগুড়ি |
5 | দার্জিলিং | দার্জিলিং |
6 | উত্তর দিনাজপুর | রায়গঞ্জ |
7 | দক্ষিণ দিনাজপুর | বালুরঘাট |
8 | মালদা | ইংলিশ বাজার |
9 | মুর্শিদাবাদ | বহরমপুর |
10 | পূর্ব বর্ধমান | বর্ধমান |
11 | পশ্চিম বর্ধমান | আসানসোল |
12 | বীরভূম | সিউড়ি |
13 | হুগলি | চুঁচুড়া |
14 | উত্তর চব্বিশ পরগনা | বারাসাত |
15 | দক্ষিণ চব্বিশ পরগনা | আলিপুর |
16 | নদীয়া | কৃষ্ণনগর |
17 | হাওড়া | হাওড়া |
18 | কলকাতা | কলকাতা |
19 | পশ্চিম মেদিনীপুর | মেদিনীপুর |
20 | পূর্ব মেদিনীপুর | তমলুক |
21 | পুরুলিয়া | পুরুলিয়া |
22 | বাঁকুড়া | বাঁকুড়া |
23 | ঝাড়গ্রাম | ঝাড়গ্রাম |
1. আলিপুরদুয়ার জেলা
- ২০১৪ সালে আলিপুরদুয়ার জেলা প্রতিষ্টিত হয়।
- আলিপুরদুয়ারের সদর দপ্তর আলিপুরদুয়ার।
- এই জেলা ৩৩৮৩ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ১৫৪০০০০।
- এই জেলার মহকুমা গুলি হল – আলিপুরদুয়ার -২, কালচিনি ,ফালাকাটা , মাদারিহাট এবং কুমারগ্রাম .
2. কালিম্পং জেলা
- ২০১৭ সালে কালিম্পং জেলা গঠন করা হয়।
- কালিম্পং এর সদর দপ্তর কালিম্পং।
- এই জেলা ১০৪৪ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ৪২৯৮৮ জন।
- এই জেলার একমাত্র মহকুমা কালিম্পং
3. কোচবিহার জেলা
- ১৯৫০ সালে দেশীয় রাজ্য কোচবিহার বাংলার অন্তর্ভুক্ত হয়ে কোচবিহার জেলা গঠন করা হয়।
- কোচবিহার এর সদর দপ্তর কোচবিহার।
- এই জেলা ৩৩৮৭ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ২৮২২৭৮০ জন।
- এই জেলার মহকুমা গুলি হল – দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ , তুফানগঞ্জ।
4. জলপাইগুড়ি জেলা
- জলপাইগুড়ি জেলা ১৯৪৭ সালে গঠন গঠন করা হয়েছিল।
- জলপাইগুড়ি জেলার সদর দপ্তর জলপাইগুড়ি।
- এই জেলা ৬২২৭ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার মোট জনসংখ্যা ৩৮৬৯৬৭৫ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল জলপাইগুড়ি সদর , মালবাজার এবং আলিপুরদুয়ার।
5. দার্জিলিং জেলা
- দার্জিলিং জেলা ১৯৪৭ সালে গঠন গঠন করা হয়েছিল।
- দার্জিলিং জেলার সদর দপ্তর দার্জিলিং সদর ।
- এই জেলা ৩১৪৯ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী দার্জিলিং জেলার মোট জনসংখ্যা ১৮৪২০৩৪ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল দার্জিলিং সদর , কার্শিয়াং এবং শিলিগুড়ি।
6. উত্তর দিনাজপুর জেলা
- উত্তর দিনাজপুর জেলা ১৯৯২ সালে গঠন গঠন করা হয়েছিল।
- উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তরের নাম রায়গঞ্জ।
- এই জেলা ৩১৪০ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার মোট জনসংখ্যা ৩০০০৮৪৯ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল রায়গঞ্জ সদর এবং ইসলামপুর।
7. দক্ষিণ দিনাজপুর জেলা
- দক্ষিণ দিনাজপুর জেলা ১৯৯২ সালে গঠন গঠন করা হয়েছিল।
- দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তরের নাম বালুরঘাট।
- এই জেলা ২২১৯ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার মোট জনসংখ্যা ১৬৭০৯৩১ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল বালুরঘাট সদর ও গঙ্গারামপুর।
8. মালদা জেলা
- মালদা জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- মালদা জেলার সদর দপ্তরের নাম ইংলিশবাজার।
- এই জেলা ৩৭৩৩ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার মোট জনসংখ্যা ৩৯৯৭৯৭০ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল চাঁচল ও মালদা সদর।
9. মুর্শিদাবাদ জেলা
- মুর্শিদাবাদ জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- মুর্শিদাবাদ জেলার সদর দপ্তরের নাম বহরমপুর।
- এই জেলা ৫৩২৪ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদ জেলার মোট জনসংখ্যা ৭১০২৪৩০ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল বহরমপুর সদর , ডোমকল , লালবাগ ,কান্দি ,জঙ্গীপুর।
10. পূর্ব বর্ধমান জেলা
- পূর্ব বর্ধমান জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- পূর্ব বর্ধমান জেলার সদর দপ্তরের নাম বর্ধমান।
- এই জেলা ৭০২৪ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার মোট জনসংখ্যা ৭৭২৩৬৬৩ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল কালনা ,কাটোয়া ,বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ।
11. পশ্চিম বর্ধমান জেলা
- পশ্চিম বর্ধমান জেলা ২০১৭ সালে গঠন করা হয়েছিল।
- পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তরের নাম আসানসোল।
- এই জেলা ১৬০৩ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার মোট জনসংখ্যা ২৮৮২০৩১ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল আসানসোল ও দুর্গাপুর।
12. বীরভূম জেলা
- বীরভূম জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- বীরভূম জেলার সদর দপ্তরের নাম সিউড়ি।
- এই জেলা ৪৫৪৫ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী বীরভূম জেলার মোট জনসংখ্যা ৩৫০২৩৮৭ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল সিউড়ি সদর, বোলপুর এবং রামপুরহাট।
13. হুগলি জেলা
- হুগলি জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- হুগলি জেলার সদর দপ্তরের নাম চুঁচুড়া।
- এই জেলা ৩১৫৯ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী হুগলি জেলার মোট জনসংখ্যা ৫২২০৩৮৯ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল চুঁচুড়া সদর, চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগ।
14. উত্তর চব্বিশ পরগনা জেলা
- উত্তর চব্বিশ পরগনা জেলা ১৯৮৬ সালে গঠন করা হয়েছিল।
- উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তরের নাম বারাসাত।
- এই জেলা ৪০৯৪ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যা ১০০৮২৮৫২ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল বারাসাত সদর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট ও বিধাননগর।
15. দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
- দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ১৯৮৬ সালে গঠন করা হয়েছিল।
- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তরের নাম বারুইপুর।
- এই জেলা ৯৯৬০ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যা ৮১৫৩১৭৬ জন।
- এই জেলার অন্তর্গত মহকুমা গুলি হল বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, আলিপুর সদর।
16. নদীয়া জেলা
- নদীয়া জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- নদীয়া জেলার সদর দপ্তরের নাম কৃষ্ণনগর।
- এই জেলা ৩৯২৭ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী নদীয়া জেলার মোট জনসংখ্যা ৫১৬৮৪৮৮ জন।
- নদীয়া জেলার অন্তর্গত মহকুমা গুলি হল কৃষ্ণনগর সদর, কল্যাণী, রানাঘাট এবং তেহট্ট।
17. হাওড়া জেলা
- হাওড়া জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- হাওড়া জেলার সদর দপ্তরের নাম হাওড়া।
- এই জেলা ১৪৬৭ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী হাওড়া জেলার মোট জনসংখ্যা ৪৮৪১৬৩৮ জন।
- হাওড়া জেলার অন্তর্গত মহকুমা গুলি হল হাওড়া সদর ও উলুবেড়িয়া।
18. কলকাতা জেলা
- কলকাতা জেলা ১৯৪৭ সালে গঠন করা হয়েছিল।
- কলকাতা জেলার সদর দপ্তরের নাম কলকাতা।
- এই জেলা ১৮৫ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী কলকাতা জেলার মোট জনসংখ্যা ৪৪৮৬৬৭৯ জন।
19. পশ্চিম মেদিনীপুর জেলা
- পশ্চিম মেদিনীপুর জেলা ২০০২ সালে গঠন করা হয়েছিল।
- পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তরের নাম মেদিনীপুর।
- এই জেলা ৯২৯৬ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার মোট জনসংখ্যা ৫৯৪৩৩০০ জন।
- পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মহকুমা গুলি হল মেদিনীপুর সদর, খড়্গপুর, ঘাটাল।
20. পূর্ব মেদিনীপুর জেলা
- পূর্ব মেদিনীপুর জেলা ২০০২ সালে গঠন করা হয়েছিল।
- পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তরের নাম তমলুক।
- এই জেলা ৪৭৮৫ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার মোট জনসংখ্যা ৫০৯৪২৩৮ জন।
- পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মহকুমা গুলি হল তমলুক, হলদিয়া, এগরা ও কাঠি।
21. পুরুলিয়া জেলা
- পুরুলিয়া জেলা ১৯৫৬ সালে গঠন করা হয়েছিল।
- পুরুলিয়া জেলার সদর দপ্তরের নাম পুরুলিয়া।
- এই জেলা ৬২৫৯ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী পুরুলিয়া জেলার মোট জনসংখ্যা ২৯২৭৯৬৫ জন।
- পুরুলিয়া জেলার অন্তর্গত মহকুমা গুলি হল পুরুলিয়া সদর পূর্ব, পুরুলিয়া সদর পশ্চিম ও রঘুনাথপুর।
22. বাঁকুড়া জেলা
- বাঁকুড়া জেলা 1947 সালে গঠন করা হয়েছিল।
- বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম বাঁকুড়া।
- এই জেলা ৬৮৮২ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী বাঁকুড়া জেলার মোট জনসংখ্যা ৩৫৯৬২৯২ জন।
- বাঁকুড়া জেলার অন্তর্গত মহকুমা গুলি হল বাঁকুড়া সদর, খাতড়া এবং বিষ্ণুপুর।
23. ঝাড়গ্রাম
- ঝাড়গ্রাম জেলা ২০১৭ সালে গঠন করা হয়েছিল।
- ঝাড়গ্রাম জেলার সদর দপ্তরের নাম ঝাড়গ্রাম।
- এই জেলা ৩০৩৭।৬৭ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে।
- ২০১১ সালের জনগণনা অনুযায়ী ঝাড়গ্রাম জেলার মোট জনসংখ্যা ১১৩৬৫৪৮ জন।
- ঝাড়গ্রাম জেলার অন্তর্গত মহকুমাটির নাম ঝাড়গ্রাম।
প্রশাসনিক বিভাগ অনুযায়ী পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম এর তালিকা
পশ্চিমবঙ্গের প্রশাসনিক সঠিক ভাবে করার জন্য পশ্চিমবঙ্গকে ৫ টি বিভাগে বিভক্ত করা হয়েছে। এই ৫টি বিভাগ হল যথাক্রমে – জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ। প্রতিটি বিভাগ বেশ কিছু জেলা নিয়ে গঠিত। এখন আমরা একটা ছকের মাধ্যমে দেখবো কোন প্রশাসনিক বিভাগে কোন কোন জেলা রয়েছে।
প্রশাসনিক বিভাগ | জেলার নাম |
জলপাইগুড়ি বিভাগ | জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং। |
মালদা বিভাগ | মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর, মুর্শিদাবাদ। |
বর্ধমান বিভাগ | বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। |
মেদিনীপুর বিভাগ | বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। |
প্রেসিডেন্সি বিভাগ | নদীয়া, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। |
পশ্চিমবঙ্গের নতুন জেলা কোনটি ?
পশ্চিমবাংলায় বর্তমানে ২৩টি জেলা রয়েছে। এর মধ্যে নবগঠিত জেলা গুলি হলো আলিপুরদুয়ার জেলা (২৫ জুন ২০১৪) , কালিংপং জেলা (২০১৭), ঝাড়গ্রাম জেলা (২০১৭), পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা।
২০২২ সালে পশ্চিমবাংলার মন্ত্রিসভা পশ্চিমবঙ্গে আরও ৭ টি নতুন জেলা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ টি থেকে ৩০ টি হয়ে যাবে।
- উত্তর ২৪ পরগনা জেলাকে ভাগ করে ইছামতি এবং বসিরহাট জেলা গড়ে উঠবে।
- দক্ষিণ ২৪ পরগনা থেকে সুন্দরবন জেলা গঠিত হবে।
- বাঁকুড়া জেলা থেকে বিষ্ণুপুর জেলা।
- মুর্শিদাবাদ জেলা থেকে জঙ্গিপুর এবং বহরমপুর জেলা।
- নদীয়া জেলা থেকে রানাঘাট জেলা গড়ে উঠবে
দক্ষিণবঙ্গের জেলাগুলির নাম কি ?
দক্ষিণবঙ্গের জেলাগুলির নাম গুলো হল যথাক্রমে – মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এই জেলা গুলিকে একত্রে দক্ষিণবঙ্গ বলা হয়।
উত্তরবঙ্গের জেলাগুলির নাম কি কি ?
উত্তরবঙ্গের জেলাগুলির নাম গুলো হল যথাক্রমে – আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এই জেলা গুলিকে একত্রে উত্তরবঙ্গ বলা হয়।
পশ্চিমবঙ্গে বর্তমান জেলা কয়টি ?
বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ২৩ টি।
আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ ২৪ পরগনা।
জনসংখ্যায় পশ্চিমবঙ্গের বড় জেলা কোনটি ?
জনসংখ্যায় পশ্চিমবঙ্গের বড় জেলা উত্তর ২৪ পরগনা।
পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলার নাম কি ?
পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলার নাম কলকাতা।
জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি ?
জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কালিম্পং।
পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম pdf
যদি কেউ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাম pdf আকারে নিতে চান ,তবে নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের পিডিএফ এর কাজ চলছে ,কিছু দিনের মধ্যে পিডিএফ নোটস আপলোড করা হবে।