About bangla247.net
Bangla247.Net-এর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই, Bangla 247 ব্লগ ভারত এবং বাংলাদেশের একটি খুব জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট (Educational Blog)। এই ওয়েবসাইটের লক্ষ্য হল সমস্ত মানুষকে শিক্ষাবিষয়ক প্রযুক্তির সাথে সংযুক্ত করা।
এই ব্লগে প্রতি দিন চাকরির খবর, গনিত, ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা, সাধারণ জ্ঞান, টেক নিউজ, ইন্টারনেট প্রযুক্তি এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষাবিষয়ক প্রযুক্তি এবং প্রয়োজনীয় টিপস্ এন্ড ট্রিকস সম্পূর্ণ বাংলা ভাষায় শেয়ার করা হয়ে থাকে।
Bangla247 ব্লগে কেবলমাত্র ওই সমস্ত বিষয় গুলো আলোচনা করা হয়ে থাকে, যে বিষয় গুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে।
আমি যখন একটি শিক্ষামূলক প্রযুক্তি ব্লগ তৈরি করার সিদ্ধান্ত নিলাম, তখন আমার মনে কেবলমাত্র একটাই প্রশ্ন আসছিল কোন ভাষায় ব্লগ তৈরি করলে ভাল হয়। তখন ইন্টারনেটে বিভিন্ন শিক্ষামূলক বিষয় ও প্রযুক্তি গুলো সার্চ করে দেখতে পেলাম বেশির ভাগ ইনফরমেশন ইংরেজি ভাষার রয়েছে এবং বাংলা ভাষায় ইন্টারনেটে শিক্ষামূলক প্রযুক্তি ব্লগের সংখ্যা অনেক কম।
সুতরাং ভারত এবং বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের এই বিষয় গুলো শুদ্ধ ভাবে বোঝার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য একটা খাঁটি বাংলা ভাষায় ব্লগ খোলার সিদ্ধান্ত করি। আর এই চিন্তা ভাবনা থেকেই বাংলা ২৪৭ ব্লগের জন্ম হয়।
আপনি এই বাংলা ব্লগে ইন্টারনেট ও শিক্ষাবিষয়ক প্রযুক্তির সাথে সম্পর্কিত সব ধরনের তথ্য পেয়ে যাবেন। তার সঙ্গে আমরা মাঝে মাঝে আমাদের লিখিত প্রতিটি আর্টিকেল আপডেট করে থাকি, যাতে আমাদের লেখা কোন আর্টিকেল পুরনো হয়ে না যায়।
Bangla 247 ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল – এখানে প্রতিটি আর্টিকেলস বিস্তারিত ভাবে আলোচনা করা হয় থাকে। যার ফলে ভিউয়ারদের অন্য জায়গা যাওয়ার প্রয়োজন নেই। তারপর ও যদি কোন বিষয় আপনার জানার ইচ্ছে করে কিন্তু আমাদের সাইটে ওই আর্টিকেলটি খুঁজে না পান। তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
About Founder/Author
আমি রাসেল Bangla247.Net ব্লগের সংস্থাপক ও লেখক।
- স্থাপনা: 09 Sept, 2024
- ইমেইল: bangla247.net@gmail.com
এছাড়াও বাংলা ২৪৭ ব্লগে যারা লেখক হিসাবে কাজ করে তারা হলেন –
- মোহা: রাজিকুল ইসলাম
- অসীম আকরাম
- সুরভী ইয়াসমিন
- সাইফ ইসলাম